ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গাজীপুরে চটের বস্তার গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:২৬ এএম
চটের বস্তার গুদামে আগুন। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে চটের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তা পট্টিতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে চটের গুদামের পিছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান স্থানীয়রা। চটের বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে গুদামের পাশাপাশি থাকা মসজিদের এসি পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পাঁচটি গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ‘চটের বস্তার গুদামে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অল্পের জন্য পাশে থাকা মসজিদ ও রিকশা গ্যারেজ রক্ষা পেয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।’