মারবার্গ ভাইরাসে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ইথিওপিয়ার অমো অঞ্চলে বুধবার (১২ নভেম্বর) প্রথমবারের মত এ ভাইরাস শনাক্ত হওয়ার পর সোমবার (১৭) ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। এ ঘটনায় ইথিওপিয়ার সীমান্তবর্তী ‘হর্ন অব আফ্রিকা’র দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কড়া সতর্কতা জারি করা হয়েছে সীমান্তে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইবিসি বলছে, নিহত তিনজনের ল্যাব পরীক্ষায় দেখা গেছে, তারা ইবুলার মত প্যাথাগন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিহত আরও তিনজনের উপসর্গ তদন্ত করে দেখা হচ্ছে। নিহত এসব রোগীদের সংক্রমণে আসা ১২৯ জনকে চিহ্নিত করে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাধারণত মারবার্গ ভাইরাসের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, প্রচণ্ড মাথাব্যাথার পাশাপাশি পেশির ব্যাথা। জটিল অবস্থায় নাক, দাতের মাড়ি ও অভ্যন্তরীণ নানা অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) একে ‘বিরল কিন্তু তীব্র’ হেমোরেজিক জ্বর হিসেবে বর্ণনা করেছে যা ইবোলার চেয়েও মারাত্মক হতে পারে।
গেল শুক্রবার (১৪ নভেম্বর) ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে এই প্রাদুর্ভাবের ‘দ্রুত এবং স্বচ্ছ প্রতিক্রিয়া’ দেখানোর জন্য প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস।



