বাংলাদেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নায়েবে আমীর বলেন, ‘দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে।’
মুজিবুর রহমান বলেন, ‘উক্ত কমিটি আগামীকাল (বুধবার) বেলা ২:৩০ মিনিটে মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা আশাবাদী—সমাজকল্যাণ উপদেষ্টা বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ.এইচ.এম সালেহ বেলাল, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি এম. এ সালাম, সিনিয়র সহ-সভাপতি মো. সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মো. বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, ফরিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. মেহেদী হাসান প্রমুখ।
বৈঠকে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর বর্তমান সংকট, শিক্ষকদের আর্থিক বৈষম্য এবং সরকারের কাছে দাবি উপস্থাপনের কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


