ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

একাদশে হামজা-শমিত, বেঞ্চে জামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত ফুটবল দ্বৈরথ আবারও উত্তেজনার সঙ্গে ফিরে এসেছে। এই ম্যাচে শমিত শোমকে নিয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ।

একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও। জায়গা হারিয়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।

এই ম্যাচে লাল-সবুজরা ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে। এটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এ ছাড়াও অনলাইনে বঙ্গবিডির সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলা দেখা যাবে।

বাংলাদেশর একাদশ

গোলরক্ষক : মিতুল মারমা

রক্ষণ : তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

মধ্যমাঠ : হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।

আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।