ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত

এ বছরের আগস্টে বাংলাদেশ-ভারত ছেলেদের দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত হয়ে গেছে। একই ঘটনা ঘটেছে নারীদের সিরিজও। ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও আপাতত হচ্ছে না বাংলাদেশ-ভারত মেয়েদের দ্বিপক্ষীয় সিরিজ।

ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, সিরিজ স্থগিত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখনও প্রকাশিত হয়নি। তবে, দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সময়সূচি ঠিক করে শীঘ্রই সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ভারত মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) এর আগে এই সিরিজটি হওয়ার কথা ছিল।

এই সিরিজটি কলকাতা ও কটকে হওয়ার কথা ছিল। যেটা দিয়ে শুরু হতো মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।