ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেলের উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি- সংগৃহীত

কক্সবাজারের হিমছড়িতে শনিবার (১৫ নভেম্বর) উদ্বোধন হয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের মালিকানাধীন চারতারা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস’।

পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনে কক্সবাজারের সেরা লোকেশন হিমছড়িতে দক্ষিণ এশিয়ার অন্যতম হোটেল Best Western Plus Bay Hills আমেরিকার টপ গ্রেডের হোটেল চেইন দ্বারা পরিচালিত। কক্সবাজারের একমাত্র হোটেল যেখানে প্রতিটি স্যুইট থেকে পাহাড় ও সমুদ্রের অবারিত সৌন্দর্য উপভোগ করা যায়।

সকাল ৯টা থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সারা দিনব্যাপী র‌্যালি, ফিতা কাটা, ঘোড়ার গাড়ি প্রমোশন, মেরিন ড্রাইভে লাইটিং, সেলিব্রিটি, ব্র্যান্ড প্রমোটর ও ইনফ্লুয়েন্সার এনগেজমেন্ট, মিউজিক্যাল বারবিকিউ নাইট, সান্ধ্যকালীন কালচারাল প্রোগ্রাম, পুল সাইড ডিনার, ভিআইপি গেস্ট সংবর্ধনাসহ আরও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্যান্ডস গ্রুপের সিইও, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস ৪ তারকা হোটেলের শুভ উদ্ভোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও শাহাদাত হোসেন বাহার সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে গোল্ড স্যান্ডস্ গ্রুপের পাশে থেকে দেশের পর্যটনশিল্পের উন্নয়ন এবং পর্যটনশিল্পের বিকাশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।