বরগুনার বেতাগীতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রা চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ওসমান সরদার (৩৮)। আহতরা হলেন মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম (৪২) এবং নুরু উদ্দিন (৫০)। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ওসমান সরদারকে মৃত ঘোষণা করেন।
ডা. মাহফুজুর রহমান বলেন, 'ওসমান সরদারের মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।'
গুরুতর আহত মাহিন্দ্রা চালক মাইনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অপর আহত নুরু উদ্দিন বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।
বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাস ‘হামদন লিল্লাহ’ পরিবহনটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

