বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় বেলাল হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলাল হোসেন উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও পূর্ব গুয়াডুড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, বিএনপি নেতার দায়েরকৃত মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



