ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নেইমারকে বিশ্বকাপ নিয়ে আনচেলত্তির ‘সতর্কবার্তা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৯:৩০ পিএম
নেইমার জুনিয়র ও কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল ইতিহাসে পেলেদের পর সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তকমাও তার ঝুলিতে। তবু প্রায় দুই বছর ধরে চোট-সমস্যার কারণে ব্রাজিল দলে ডাক পাননি তিনি।

ফলে ২০২৬ বিশ্বকাপে নেইমারের ভবিষ্যৎ নিয়ে জোরালো প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে সরাসরি সতর্ক করে দিয়েছেন—একাদশে জায়গা পেতে হলে আগামী ছয় মাসে মাঠে ‘নিজেকে প্রমাণ’ করতেই হবে।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় আছেন। তার সামনে ছয় মাস সময় আছে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়ার জন্য।

আমরা তাকে এবং অন্যদের পর্যবেক্ষণ করব এবং সেরাদেরই বেছে নেব… তিনি চোট থেকে সেরে উঠেছেন। এখন তার ছয় মাস আছে ফিটনেস ফিরে পাওয়ার জন্য। ব্রাজিল লিগ শেষ হলে কিছু বিশ্রাম পাবেন, তারপর তিনি মাঠে নিজের মান—ফর্ম ও শারীরিক সক্ষমতা—প্রমাণ করতে পারবেন।

তবে সান্তোসে ফেরাটা যে নেইমারের জন্য আদর্শ প্রত্যাবর্তন হবে, এমন আশা করেছিলেন অনেকে। বাস্তবে সেই প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের বিস্তর ফাঁক। সান্তোসে যোগ দেওয়ার পর ২৪ ম্যাচে নেইমারের গোল মাত্র ৬, অ্যাসিস্ট ৩।

এর মধ্যে গুরুতর না হলেও একের পর এক ছোটখাটো চোটের কারণে তাকে ১৭ ম্যাচের বাইরে থাকতে হয়েছে। ফলে আনচেলত্তির দলের সঙ্গে তার পুনরাগমনের বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

এ ছাড়া নেইমারের আরেকটি বড় সমস্যা—দলের প্রতিযোগিতামূলক সামর্থ্য। সান্তোস বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগে অবনমন এড়ানোর লড়াই করছে। শিরোপার কাছাকাছি নয়, বরং টিকে থাকার যুদ্ধে ব্যস্ত দলটি।

সৌদি প্রো লিগ থেকে ফিরে ২০২৬ বিশ্বকাপকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন নেইমার। কিন্তু আগের মতো ফিটনেস ধরে রাখতে না পারা তার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সান্তোসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরেই। এখনো তিনি নতুন চুক্তিতে সই করেননি।

সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা নেইমারকে রাখার প্রবল আগ্রহ প্রকাশ করলেও অভিজ্ঞ এই ফরোয়ার্ড সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছেন।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমার এমন একটি দল চান, যাদের সঙ্গে খেলে তিনি আগের মতো প্রতিযোগিতামূলক ফর্ম ফিরে পেতে পারবেন। বর্তমান সান্তোসের মান বিবেচনায় তার বিশ্বকাপ–স্বপ্ন ঝুঁকির মুখে।