ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

চেক লেখার সময় যেসব ভুল করলেই বিপদ!

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৫ পিএম
ভুল চেকের একটি চিত্র। ছবি- সংগৃহীত

টাকা লেনদেন করার ক্ষেত্রে প্রায় প্রতিটা মানুষের এখন ভরসা চেকের উপর। সবাই মনে করেন এটাই সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু আপনি জানেন কি এই চেক লেখার সময় আপনার সামান্য কিছু ভুল হতে পারে সর্বনাশের কারণ। তাই চেক ইস্যু করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে আপনাকে। সেই নিয়মগুলো রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

১. চেক লেখার ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে যাকে টাকা দিচ্ছেন তার নাম লেখা। নাম লেখার সময় পরিষ্কারভাবে প্রথম ও শেষ নামের মাঝে যথেষ্ট ফাঁক রাখুন। না হলে ‘অমিত রায়’কে ‘অমিতা রায়’ বানিয়ে ফেলা অপরাধীদের কাছে কঠিন কিছু নয়। নিরাপত্তা নিশ্চিত করতে নামের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর লিখে দিলে ঝুঁকি কমে যায়। নাম লেখার পর অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে সঙ্গে সঙ্গেই একটি সরল রেখা টেনে দিন।

২. বেয়ারার চেকের ক্ষেত্রেও থাকতে হবে বাড়তি সতর্কতা। যদি কাউকে বেয়ারার চেক দেন, অবশ্যই ‘বেয়ারার’ ঘরটিতে টিক চিহ্ন দিন। না হলে আপনার চেকটি যেকোনো ব্যক্তি তুলে নিতে সক্ষম হবে। 

৩. নিরাপত্তা আরও বাড়াতে চেকের উপরে ‘A/C Payee’ লিখে দিন; এতে নির্দিষ্ট অ্যাকাউন্টধারী ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। চেকের অঙ্ক লেখার সময় ফাঁকা জায়গা রাখা যাবে না। সংখ্যার পরেই ‘/-’ চিহ্ন যুক্ত করুন, তাতে অতিরিক্ত সংখ্যা বসিয়ে প্রতারণা করার সুযোগ থাকবে না। আর যে স্বাক্ষর দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেটিই লিখুন চেকেও—ভিন্ন স্বাক্ষর মিল না পাওয়া গেলে চেক বাতিল হয়ে যাবে।

৪. কোনো কিছু ভুল লিখে ফেললে তা কেটে চিহ্নিত করে তার নিচে বা ওপরে সই দিয়ে দিন। আর ভুলে ভরা বা ব্যবহার অনুপযোগী চেক কখনোই ফেলে দেবেন না। ছিঁড়ে ফেলুন অথবা স্পষ্টভাবে ‘CANCELLED’ লিখে দিন।