ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ মানুষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:০৩ পিএম
নির্বাচন কমিশন। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। দুপুরের দিকে এই তালিকা প্রকাশ করে।

এর আগে গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।