‘আমার স্বামী চায়, আমি খোলামেলা জামা পরি’
                          মে ১, ২০২৫,  ০৮:৫৯ পিএম
                          কখনো প্রেম, কখনো পর্দা, আবার কখনো পোশাক। পিয়া বিপাশা আর গসিপ যেন একই বৃন্তে দুই কুসুম। 
এবার স্পষ্ট জানান বিপাশা, ‘খোলামেলা’ পোশাক পরার পেছনে কারো চাপ নেই, বরং স্বামীই চান তিনি বোল্ড আউটফিটে থাকুন।
একটি গণমাধ্যমকে দেওয়া খোলামেলা স্বীকারোক্তিতে পিয়া বলেন, ‘আমার স্বামী অনেক খুশি। সে চায়, আমি খোলামেলা জামা পরি, এটা...