বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১০:৫৬ পিএম

গোপনীয়তা ভেঙে ফেসবুকে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১০:৫৬ পিএম

গোপনীয়তা ভেঙে ফেসবুকে শাকিব-সাবিলার  ‘তাণ্ডব’

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ‘তাণ্ডব’-এর এই ছবিগুলো। ছবি : সংগৃহীত

‘তুফান’ দিয়ে একসঙ্গে ঝড় তোলেন শাকিব খান ও রায়হান রাফী। তখনই দর্শকেরা আঁচ করেন এই জুটি এখানেই থামবে না। হলোও তাই। 

রাফী ঘোষণা দিলেন নতুন ছবি ‘তাণ্ডব’-এর, যেখানে শাকিব খান থাকবেন ‘সেন্টার অব অ্যাট্রাকশন’। 

তবে ছবির নায়িকার নাম গোপন রেখেই চলছিল শুটিং। আর ঠিক তখনই ঘটে সেই কাঙ্ক্ষিত ‘লিক’!

রাজশাহীতে শুটিং চলাকালীন হঠাৎ করেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। সেখানে একদম চোখে পড়ার মতো দৃশ্য : শাকিব খানের পাশে সাবিলা নূর! রোমান্টিক টোনে দৃশ্যধারণ হচ্ছিল, সেটাও স্পষ্ট।

মুহূর্তেই শাকিব-সাবিলার এই ‘অনস্ক্রিন মোমেন্ট’ ঘুরতে থাকে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ আর ইনবক্সে। গোপনীয়তা? তা তো বহু আগেই উড়ে গেছে!

ভিডিওটি এমনই ভাইরাল হয় যে, একটি জনপ্রিয় গণমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও দেখা যায় সেটি। ফলে শুরু হয় নতুন বিতর্ক।

‘তাণ্ডব’ টিম কি ইচ্ছা করেই এই লিক ঘটিয়েছে? না কি প্রযোজনা ইউনিটের গাফিলতিতে এই ভিডিও পৌঁছে গেছে জনসাধারণের হাতে?

একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এটা রায়হান রাফীর স্ট্র্যাটেজি। হঠাৎ করে লিক মানে হাইপ তোলার চেষ্টা।’ আরেকজনের ভাষ্য, ‘টিমের ভেতর থেকেই এসব ভিডিও ছড়ানো হয়, এখনকার প্রচারণার ট্রেন্ডই এমন।’

কেউ আবার এটাকে মিডিয়ার দায়িত্বহীনতা বলেও দাবি করেন।

শুধু ভিডিও নয়, ভাইরাল হয় শাকিব-সাবিলার একটি স্থিরচিত্রও। সেখানে রাজশাহীর একটি লোকেশনে বসে থাকতে দেখা যায় এই নতুন জুটিকে। 

যিনি এতদিন ছিলেন টেলিভিশনের আলোয়, তিনিই এবার রুপালি পর্দায় শাকিব খানের বিপরীতে! ইন্ডাস্ট্রিতে কানাঘুষা- সাবিলা নূরের জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ার-চেঞ্জিং সিনেমা।

যদিও শুরুতে খবর রটে, ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েছেন সাবিলা নূর। এমনকি নিদ্রা দে নেহা নামের আরেকজন অভিনেত্রীও নাকি বাদ পড়েছেন ছবিটি থেকে। 

কিন্তু এবার সামাজিক যোগাযোগমাধ্যমই বলছে উল্টো কথা। শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলাই। দৃশ্যগুলো ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্টরা আর চুপ থাকেননি।

পরিচালক রায়হান রাফী বলেন, ‘নায়িকার নাম আপাতত চমক হিসেবেই রেখেছিলাম। তবে টিজার আসছে, তখন সব জানতে পারবেন।’ 

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘শাকিবের সঙ্গে দু’জন নায়িকা থাকছেন। বিস্তারিত জানতে কিছুদিন অপেক্ষা করুন।’

জানা গেছে, ‘তাণ্ডব’-এর ৭০ শতাংশ শুটিং এরই মধ্যেই শেষ। শাকিব খানের ব্যতিক্রমী লুকের একটি ফার্স্টলুক পোস্টারও প্রকাশ পেয়েছে। 

দর্শকদের ধারণা, ‘তুফান’, ‘প্রিয়তমা’, ‘বরবাদ’-এর পর এবার ‘তাণ্ডব’ দিয়েই বক্স অফিসে আবার বাজিমাত করবেন ঢালিউডের এই ‘কিং’।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার রুপালি পর্দায় হাজির হবেন সাবিলা নূর- এ খবরই এখন ঢালিউডপাড়ায় সবচেয়ে আলোচিত গসিপ!

আরবি/নক

Link copied!