কার সঙ্গে সমুদ্রস্নানে যাচ্ছেন পরীমণি?
জুলাই ২৭, ২০২৫, ০২:৫৪ পিএম
টালিউডের মুকুটহীন সম্রাজ্ঞী পরীমণির সমুদ্রপ্রেম নতুন কিছু নয়। আগেও বহুবার তিনি জানিয়েছেন, ঢেউয়ের ডাক তার খুব চেনা, নোনা হাওয়ার গন্ধে মন খুলে যায়। কক্সবাজার হোক কিংবা সেন্ট মার্টিন, যখনই সময় পান, ছুটে যান সমুদ্রের কাছে। কখনো ফটো কিংবা ভিডিও শুট, কখনো বা নিজের ম্যানেজারের জন্মদিন পালন, সুযোগ পেলেই সমুদ্রবিলাসে ছুটে...