শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:৪১ পিএম

মার্কিন র‍্যাপারের সঙ্গে দুবাই রাজকন্যার বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:৪১ পিএম

র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে রাজকন্যা শেইখা মাহরা। ছবি - সংগৃহীত

র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে রাজকন্যা শেইখা মাহরা। ছবি - সংগৃহীত

রাজপ্রাসাদের ঝলমলে দরজায় যেন বেজে উঠল র‌্যাপের বিটে ভালোবাসার নতুন সুর। তালাকের এক বছরের মাথায় মরক্কোর বংশোদ্ভূত মার্কিন র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করলেন সংযুক্ত আরব আমিরাতের অন্তর্গত দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা শেইখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাকতুম। প্যারিস ফ্যাশন উইকের আলোকিত মঞ্চে যে প্রস্তাবের বীজ বোনা হয়েছিল, সেটিই এখন ফুল হয়ে ফুটেছে বাগদানের আংটিতে।

 দুবাই ও মরক্কোর একাধিক অভিজাত রেস্টুরেন্টে একসঙ্গে ডিনার করতে দেখা যায় ফ্রেঞ্চ মন্টানা ও শেইখা মাহরাকে। ছবি - সংগৃহীত

রাজকন্যার ইনস্টাগ্রামেই একসময় ভেসেছিল সেই তিক্ত বার্তা- ‘প্রিয় স্বামী, তুমি এখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ। আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম।’ সেই অধ্যায় মুছে ফেলে নতুন ছন্দে লিখলেন জীবনের লিরিক্স। 

ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে তার এই প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর থেকে। মরুভূমির বালিয়াড়িতে উটের পিঠে, প্যারিসের সেতুতে, কিংবা দুবাইয়ের রাতের আলোয়, সবখানেই ছিল তাদের নতুন সম্পর্কের আবেগি মুহুর্তের অবতারণা।

উটের পিঠে ভ্রমণরত ফ্রেঞ্চ মন্টানা ও শেইখা মাহরা।  ছবি - সংগৃহীত

‘আনফরগেটেবল’ আর ‘নো স্টাইলিস্ট’-এর মতো হিটের মালিক মন্টানা রাজকন্যাকে প্রস্তাব দেন গত জুনে। তখন প্যারিসের মঞ্চে র‌্যাম্পে হাঁটছিলেন তিনি, যেন র‌্যাপের বিটে মিশে যাচ্ছিল রাজতন্ত্রের ঐশ্বর্য। দুবাইয়ের এই আলোচিত রাজকন্যা, যিনি মানবিক কাজ ও পেশাদার অশ্বারোহী হিসেবে সুপরিচিত, সেই প্রস্তাবে সম্মতি দেন নিঃশব্দে।

রাজপরিবারও সায় দিয়েছে এই বাগদানে। বিয়ের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি, তবে জানা যায় শিগগিরই বাজবে এই বিয়ের রাজকীয় ঢোল, হিপহপের ঝলক মিশে যাবে রাজপরিবারের সোনালী আলোকে। প্রথম স্বামীর সংসারে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে মাহরার, সেও থাকবে তার নতুন পরিবারের সঙ্গে।

দুবাইয়ের রাজকন্যা শেইখা মাহরা। ছবি - সংগৃহীত

রাজকন্যার জীবন যেন এক বহমান গানের মতো- লন্ডনের উচ্চশিক্ষা, দুবাইয়ের ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি, প্রায় এক কোটি অনুসারীর অনুরাগ আর ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলারের সম্পদের রাজত্ব। সেই গানের নতুন স্তবক আজ শুরু হলো ফ্রেঞ্চ মন্টানার আঙুলের আংটিতে।

সূত্র: টিএমজেড, ফার্স্ট পোস্ট

রূপালী বাংলাদেশ

Link copied!