আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জীবনকে ঘিরে সমালোচনা ও গুঞ্জন কখনো থামে না। বরিশাল থেকে গত ২৪ আগস্ট গ্রেপ্তার হওয়া এই কনটেন্ট ক্রিয়েটরকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাখা হয়েছে। তবে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা আর গসিপ যেন থামছেই না। এবার মুখ খুললেন তার ঘনিষ্ঠ বন্ধু, কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাহী জানান, ‘আমি শুনেছি, পায়েল (মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল) আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম, এটুকুই।’ এর আগে শোবিজে আলোচিত গসিপ ছিল, তৌহিদ আফ্রিদির সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সখ্যতা। তবে দীঘি বারবার তাকে ‘বন্ধু’ বলেই এড়িয়ে গেছেন। এবার রাহীর মুখে যেন পুরো রহস্য ভেসে উঠল-কেয়া পায়েলও ছিলেন তার প্রেমের জগতে।
তানভীর রাহী আরও বলেন, ‘এই মেয়েঘটিত ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তবে শুনেছি, তৌহিদ পায়েল আপুর সঙ্গে কিছুটা সময় সম্পর্কের মধ্যে ছিলেন।’ সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছে, আফ্রিদির ‘ব্যাডবয়’ ইমেজ শুধু ব্যবসা নয়, ব্যক্তিগত জীবনের রোমাঞ্চকর কাহিনীও তাকে ঘিরে আছে।
এরপর আফ্রিদি গত বছরের নভেম্বর মাসে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন। গ্রেপ্তারের সময় ছড়ানো ভিডিওতে দেখা যায়, তিনি জানাচ্ছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই ঘটনায় তার প্রেমের জীবনের ধারা যেন আরও মজার মোড় নিয়েছে।

অন্যদিকে, তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, গণঅভ্যুত্থানকালে আফ্রিদি ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে ফ্যাসিবাদী রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। তার কাছ থেকে জব্দ মোবাইল ফোন, হার্ডডিস্ক ও ম্যাকবুকের ফরেনসিক পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এসব ডিভাইসে ভয়ঙ্কর তথ্য-প্রমাণ রয়েছে যা গণঅভ্যুত্থানকালে ষড়যন্ত্র এবং আন্দোলন দমন পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত।
তবে এ সমস্ত নাড়াচাড়া আর তদন্তের মধ্যে, শোবিজের গসিপ মহলে এখন একটাই প্রশ্ন-তৌহিদ আফ্রিদি ও কেয়া পায়েলের সেই ‘গোপন সম্পর্ক’ কবে ও কেমন ছিল, আর এটি কি তার বিয়ের জীবনে কোনো প্রভাব ফেলেছিল?
গসিপপ্রেমীদের জন্য এক কথায় বলতে হয়, তৌহিদ আফ্রিদির জীবন যেন রীতিমতো এক ‘ড্রামা’-প্রেম, বিতর্ক, গ্রেপ্তার, এবং রহস্যময় তথ্যের মিশ্রণে তার গল্প একেবারেই সিনেমার চিত্রনায়ককে হার মানায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন