রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম

জন্মদিনে শেষ গান শোনালেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম

তাহসান খান। ছবি - সংগৃহীত

তাহসান খান। ছবি - সংগৃহীত

তাহসান খানের জন্মদিন ছিল গতকাল (১৮ অক্টোবর), আর এই দিনে প্রকাশ পেল তার সংগীতজীবনের শেষ গান ‘প্রাকৃতিক’। গানটি গতকাল বেলা ৩টায় পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই গানটি শুধু একটি সংগীতকর্ম নয়, এটি এক প্রজন্মের আবেগ ও স্মৃতির সমাপ্তি।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো গান প্রকাশ করবেন না। তার কথায়, ‘তিনটা গান বানানো আছে, কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটাই হয়তো প্রকাশিত হবে, তারপর শেষ।’ সেই সাক্ষাৎকার ছিল তার ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন, যেখানে তিনি নিজের মতো করে বাঁচতে, প্রচারণার বাইরে থাকতে ইচ্ছুক হওয়ার কথা জানিয়েছিলেন।

‘প্রাকৃতিক’ গানটি প্রথমবার দর্শক শুনেছিল ২০০৩ সালে, ব্যান্ড ব্ল্যাকের অ্যালবাম ‘উৎসবের পর’-এ। সেই সময়ে গানটির কণ্ঠদান করেছিলেন জন কবির ও তাহসান খান। তরুণ প্রজন্মের মধ্যে এটি প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির এক আবেগময় প্রতীক হয়ে উঠেছিল। দুই দশকেরও বেশি সময় পর সেই গান ফিরে এসেছে নতুন সংগীতায়োজনে, এবার এককভাবে তাহসানের কণ্ঠে। গানটির মূল সুর ও কথা অপরিবর্তিত থাকলেও যোগ হয়েছে আধুনিক যন্ত্রসংগীত এবং সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।

‘প্রাকৃতিক’ গানটি প্রকাশিত হয়েছে পোরসেলিনা সিরামিকসের ব্যানারে ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’ প্রকল্পের শেষ গান হিসেবে। এই প্লেলিস্টে তাহসানের জনপ্রিয় সাতটি গান নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা নাহিয়ান বিন মাহবুব জানিয়েছেন, ‘তাহসান ভাই বলেছেন, এটি তার জীবনের শেষ গান। সে হিসেবে তার জীবনের শেষ গানটি আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।’

তাহসান ছিলেন একক শিল্পী থেকে শুরু করে ব্যান্ড ব্ল্যাক পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে তরুণ প্রজন্মের হৃদয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তার গানগুলো বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ, একাকীত্বের সঙ্গে মানুষের অনুভূতিকে স্পর্শ করত। ‘ভালো লাগে না’, ‘আবার আমায় ছাড়ো তুমি’, ‘চাই না মনের আরেকটা ভাঙা জানালা’—এসব গান তরুণ প্রজন্মের জীবনের আবেগের কণ্ঠস্বর ছিল। তাই ‘প্রাকৃতিক’ গানটি এখন শুধু একটি গান নয়, এটি এক প্রজন্মের আবেগের বিদায়ের সুর।

গানটির মধ্যে দিয়ে যেন তাহসান বার্তা দেন, ভালো গান কখনো পুরোনো হয় না, ভালো সুর, আবেগ আর কণ্ঠ মানুষের হৃদয়ে বেঁচে থাকে অনেক দিন। এই গান তার সংগীতজীবনের সমাপ্তি, তবে ভক্তদের কাছে এটি তার সংগীত যাত্রার সারাংশ।

‘প্রাকৃতিক’ শুনতে পারেন পোরসেলিনা সিরামিকস ও তাহসানের ইউটিউব চ্যানেলে।

Link copied!