রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৫ পিএম

স্কুইড গেম তারকার সেলফিতে বলিউড কিং শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৫ পিএম

লি জং জে ও শাহরুখ খান। ছবি- সংগৃহীত

লি জং জে ও শাহরুখ খান। ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও নেটফ্লিক্সের হিট সিরিজ স্কুইড গেম-এর তারকা লি জং জে এবার বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন।

গতকাল শনিবার ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি সেলফি পোস্ট করে ভক্তদের চমকে দেন লি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একজন সম্মানিত আইকন মি. @iamsrk-এর সঙ্গে থাকতে পেরে সম্মানিত।’

ছবিটিতে দুই তারকাকেই হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এই অপ্রত্যাশিত তারকা জুটির একফ্রেমে আসা মুহূর্তটি দ্রুত ভাইরাল হয় অনলাইনে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ মিলিত হন এই দুই সুপারস্টার। একই ফোরামে অংশ নেন বলিউডের দুই আরেক জনপ্রিয় মুখ আমির খান ও সালমান খানও। শাহরুখ, আমির ও সালমান একসঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন, যা ভক্তদের মধ্যে বাড়িয়ে তোলে উত্তেজনা।

কে এই লি জং জে?

লি জং জে দক্ষিণ কোরিয়ার একজন সুপরিচিত অভিনেতা। তিনি The Thieves, Assassination এবং সবচেয়ে বেশি পরিচিত নেটফ্লিক্সের গ্লোবাল ব্লকবাস্টার Squid Game-এ ‘সিওং গি-হুন’ বা ‘প্লেয়ার ৪৫৬’ চরিত্রে অভিনয়ের জন্য।

তার সর্বশেষ কাজ স্কুইড গেম ৩, যা এ বছরের জুন মাসে মুক্তি পেয়েছে এবং সিরিজটির চূড়ান্ত সিজন হিসেবেই পরিচিত।

শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে। ছবিটি পরিচালনা করছেন পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন।

কিং ছবিটি নিয়ে বলিউডে এরইমধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও আলোচনা।

ভক্তদের প্রতিক্রিয়া

বাংলাদেশের কোরিয়ান ড্রামা ও বলিউডপ্রেমী দর্শকরা বেশ উচ্ছ্বসিত এই মুহূর্ত নিয়ে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘দুই কিং একসঙ্গে! এটা শুধু সেলফি না, এশিয়ান তারকাদের ঐতিহাসিক মিলন!’ অন্য একজন বলেন, ‘স্কুইড গেম আর ডিডিএলজে-র যুগ এক ফ্রেমে! চোখে জল এসে যায়।’

রূপালী বাংলাদেশ

Link copied!