শহীদদের স্মরণে শাহ হামজার গান
আগস্ট ২০, ২০২৫, ০৪:২৮ পিএম
প্রেম-ভালোবাসার গানের বাইরে জীবনমুখী গানও করছেন কণ্ঠশিল্পী শাহ হামজা। এবার শুধু জীবনমুখী নয়, তার গানে তুলে ধরেছেন নতুন বাংলাদেশের জুলাই-আগস্টের দিনগুলো। সম্প্রতি তিনি ‘রক্তের জুলাই’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন।
‘তুমি কি দেখেছ সেই অন্ধকার রাতে/ যখন হানাদার এলো, রক্ত ঝরাল পথে/ তাদের নিষ্ঠুরতা শকুনের চোখে/ তাদের রক্তপিপাসু, তাদের ভয়ংকর বোধে’—এমন কথার গানটির কথা,...