সম্প্রতি পাক-ভারত সংঘাতের মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস।
দ্য নিউইয়য়র্ক টাইমস এক প্রতিবেদনে বলে, ভারতীয় শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই-বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরোনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়—যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি।
ভারতীয় সাংবাদিক রাজদীপ পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিতের কথা ভিত্তিহীন স্বীকার করে বলে জানায় নিউইয়র্ক টাইমস।
ভারত সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হয় যখন পাকিস্তানিদের প্রায় ৮ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাতিল করে।
প্রতিবেদনটির শেষে বলেছে, ভারতীয় মিডিয়ার আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
আপনার মতামত লিখুন :