কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন: তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া, ২নং রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ, ৩নং ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবুল কাশেম জয়, ৪নং জাওয়ার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিম দানু, ৫নং দামিহা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সামিউল কাদের সামী এবং ৬নং দিগদাইর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজালাল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতিকুর রহমান অপু, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, শ্রমিক দলের সভাপতি মো. আ. কাইয়ুম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাবু এবং উপজেলার সাতটি ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও তরুণসমাজকে সংগঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন