বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে দেশে যে উচ্ছ্বাস, তার রেশ ছড়িয়ে পড়েছে ফুটবল অঙ্গনেও। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী এক ভিডিও বার্তায় মুশফিককে জানালেন বিশেষ শুভেচ্ছা।
ভিডিও বার্তায় হামজা বলেন, মুশফিককে তিনি দেশের ‘বড় কিংবদন্তি’ মনে করেন। জাতীয় দলের এমন একজন তারকা ক্রিকেটারের পাশে থাকতে পারা তার কাছে গর্বের। মুশফিকের মাইলফলক ছোঁয়ার এই ম্যাচটিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করেন তিনি।
হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’
ক্রিকেটে দুই দশকের পথচলায় মুশফিক যে স্থিতি গড়ে তুলেছেন, তার মূল্যায়ন এখন আর শুধু ক্রিকেটভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ফুটবলারদের কাছ থেকেও মিলছে সমান সম্মান। দেশের দুই বড় খেলাধুলার প্রতিনিধিদের এই পারস্পরিক শুভেচ্ছা ক্রীড়াঙ্গনের সৌহার্দ্যকে আরও শক্ত করে। আর সেই সঙ্গে বাড়িয়ে দিয়েছে মুশফিকের ‘সেঞ্চুরি টেস্ট’-কে ঘিরে প্রত্যাশা।

