ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪৪ এএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় গতকাল বুধবার দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিইউএফটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।