ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাজধানীতে বিচারকের মোবাইল-চশমা ছিনতাই

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪৬ এএম

রাজধানীর সংসদ ভবন এলাকার ভেতর হাঁটার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক সিনিয়র জেলা ও দায়রা জজ। তিনজন ছিনতাইকারী তার পথ আটকে মোবাইল ফোন ও চশমা নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার অধীন এই ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি ইবনে মিজান বলেন, ছিনতাইকারীরা জজের ব্যবহৃত রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও চশমা নিয়ে গেছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। মোবাইল ফোন উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ জানায়, সংসদ ভবন এলাকা অতিক্রম করার সময় তিনজন যুবক জজের সামনে দাঁড়িয়ে হুমকি–ধমকি দেয়। পরে তাঁর মোবাইল ও চশমা ছিনিয়ে দ্রুত সটকে পড়ে তারা।

ঘটনার পর স্থানীয় পুলিশ টহল জোরদার করা হয়েছে।