ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চাকরি গেল তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:০০ এএম

বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হওয়ার দিনই চাকরি হারালেন প্রশাসন ক্যাডারের তিন শিক্ষানবিশ কর্মকর্তা। 

বুধবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে তাদের সরকারি চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। 

চাকরিচ্যুতরা হলেন- ফরিদপুরের কাজী আরিফুর রহমান, বগুড়ার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুরের নবমিতা সরকার। তারা সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর ৬(২)(এ) বিধির আওতায় বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৩তম ব্যাচভুক্ত এই তিন শিক্ষানবিশ কর্মকর্তার চাকরি সমাপ্ত করা হয়েছে। শিক্ষানবিশকাল চলাকালে কেউ সংশ্লিষ্ট দায়িত্ব পালনে ‘অযোগ্য’ বিবেচিত হলে সরকারি পক্ষ থেকে পিএসসির (পাবলিক সার্ভিস কমিশন) পরামর্শ ছাড়াই নিয়োগ বাতিল করা যায়, নিয়োগ বিধিমালার এমন ধারার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায় করা হবে। তবে তাঁদের অপসারণের কারণ উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বুধবারই ছিল এই তিনজনের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্তির দিন। প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই অপসারণের আদেশ জারি হওয়ায় বিষয়টি দপ্তরের ভেতরে আলোচনা তৈরি করেছে।