ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

এনসিসি ব্যাংক গ্রাহকদের জন্য অনলাইন ‘এ-চালান’ সেবা চালু করেছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪০ এএম

ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্টের আওতায় এনসিসি ব্যাংক একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকেরা অনলাইন ‘এ-চালান’ প্ল্যাটফর্ম ব্যবহার করে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ মোট ২০৬ ধরনের সরকারি ফি পরিশোধ করতে পারবেন। ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম।