বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারণ ক্রীড়া জগতে আমাদের যুবসমাজ ও ছাত্রসমাজকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে পারলে তারা সব ধরনের সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে। ফরিদপুর-২ আসন (সালথা–নগরকান্দায়) কোনো মাদক কারবারির জায়গা হবে না।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান ৮-দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গট্টি হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, ‘আপনারা জানেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না, সবসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এ ছাড়াও গ্রামীণ খেলাগুলোকে দল সবসময় সমর্থন করে এসেছে।’
গট্টি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর ইসলাম চয়ন মিয়াসহ বিএনপির নেতাকর্মী ও হাজারো দর্শক।
ফাইনাল খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ বনাম নগরকান্দা একাডেমি ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন (MH) সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ ২–১ গোলে নগরকান্দা একাডেমি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
-20251119224236.webp)


