ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আবারও পেছাল বিপিএল নিলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:৩৮ পিএম
২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল। ছবি- সংগৃহীত

বিপিএলের ১২তম আসরের নিলাম আবারও পিছিয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা থাকা এই আসরের ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য সূচি আগেই প্রকাশ করেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল

প্রাথমিকভাবে নিলাম হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর। পরে সেটি পিছিয়ে ২১ নভেম্বর করা হয়। এরপর নতুন দিন নির্ধারণ করা হয় ২৩ নভেম্বর (রোববার)। কিন্তু সেই দিনেও নিলাম হচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৩ নভেম্বরের নিলাম চূড়ান্তভাবে বাতিল। নতুন তারিখ এখনো স্থির হয়নি। পরে রাতের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর বিকেল ৩টায়।

প্রধান কারণ হলো দলগুলো যথাযথ ব্যাংক গ্যারান্টি দিতে না পারা। দুটি দল এই শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় নিলাম পিছিয়েছে। এ বছর ড্রাফট পদ্ধতির পরিবর্তে সরাসরি নিলাম আয়োজন করা হবে। দীর্ঘদিন পর আবারও এই পদ্ধতি ফিরে আসছে। নিলামের জন্য দেশের বাইরে থেকে দক্ষ কর্মী আনাও বিবেচনা করছে বিসিবি।