রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতিসহ বিভিন্ন ছিনতাইয়ে জড়িত ‘সামির-তৈয়ব-রানা’ গ্রুপের সামির ও তার ৩ সহযোগীকে ডামি রিভলভারসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে র্যাব-১১ সিনপিএসসি-আদমজীনগরের কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ তাদের ৪ জনকে একটি ডামি রিভলভারসহ গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাতি মামলার আসামি ও সংঘবদ্ধ ডাকাত দল ‘সামির-তৈয়ব-রানা’ গ্রুপের সদস্য রংপুরের হারাগাছার টেংরি এলাকার মো. শাহজাহালের ছেলে সানি আহম্মেদ সামির (২১), নেত্রকোনার পূর্বধলার পাইলাটি এলাকার মো. সুলতানের ছেলে মো. ইমন (২২), রংপুরের মিঠাপুকুরের ভগতীপুর এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. রিশাদ (২৩) এবং বরিশালের গৌরনদীর পিপড়া কাঠি এলাকার মহিউদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত নামলেই ঢাকার ৩০০ ফিট সড়ক ভয়ংকর হয়ে ওঠে। রাজধানীর ব্যস্ত মানুষ কিছুটা স্বস্তির খোঁজে ওই সড়কে ঘুরতে যান। আর এই সুযোগে সেখানে গড়ে ওঠে ভয়ংকর ডাকাত চক্র। ‘সামির-তৈয়ব-রানা’ গ্রুপ তাদের একটি।
সম্প্রতি আড়াইহাজার যাওয়ার পথে ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, এই ডাকাতির সঙ্গে ‘সামির-তৈয়ব-রানা’ গ্রুপ জড়িত।
তারা অস্ত্র ক্রয় করবে—এমন তথ্যও র্যাব-১১ পায়। পরবর্তীতে র্যাব তাদের অবস্থান শনাক্ত করে ডামি রিভলভারসহ ডাকাতি মামলার আসামি এই ৪ জনকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করে।

-20251119221252.webp)

