যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সরকার বিরোধী মিছিলের অভিযোগে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ মোট ৬১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) জেলার অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সরকার বিরোধী একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নির্দেশদাতা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার আসামি হলেন- যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়, অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আরশাদ পারভেজ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শান্ত, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, কৃষকলীগ নেতা শাহীন ফারাজী, তরিক শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, রাজিব মোল্যা, ছাত্রলীগ নেতা বিএম ইমন, জাহিদুল মোল্যা, ইমন ফকির, রাতুল মোল্যা, আক্কাস আলী ও ইব্রাহিম বিশ্বাস ওরফে খলিল কসাইয়ের ছেলে রুহুল আমিন। এছাড়া ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

