টাঙ্গাইলের নাগরপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান।
ইউএনও বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

