ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

হেলপারের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:৫৬ এএম

কুষ্টিয়ার কুমারখলী পৌরসভায় সার্ভেয়ারের আঘাতে হেলপারের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে কুমারখালী পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত ওই হেলপারের নাম সহিদুল ইসলাম ওরফে কুটি গ্যাদা। তিনি কুমারখলী পৌরসভায় হেলপারের (সহকারী) কাজ করেন।

নিহতের পরিবার জানায়, গতকাল সকালে সহিদুল বাড়ি থেকে পৌরসভায় যান। সেখানে সার্ভেয়ার ফিরোজের সঙ্গে বেতন নিয়ে সহিদুলের বাগি¦ত-া হয়। একপর্যায় অভিযুক্ত তাকে লাথি এবং কিল-ঘুসি মেরে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তাকে পৌরসভার একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় তার চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় সহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উতেজিত এলাকাবাসী সার্ভেয়ার ফিরোজকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।