কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন উপজেলার গড়বিশুদিয়া গ্রামের সন্তান অধ্যাপক ডা. আবুল কেনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা প্রমুখ।

