ইউক্রেনের টার্পোনিল শহরে রাশিয়ার হামলায় তিন শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে রয়টার্স জানায়, পশ্চিম ইউক্রেনের টেরনোপিল শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেককে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রায় ১০০ জন আহত হয়েছেন। এ ছাড়া, ইউক্রেনের লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া।
এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে ৪৭৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তীব্র শীতে বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। হামলায় টেরনোপিলের একটি আবাসিক ভবনের ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় ধোঁয়া ওপরের দিকে উড়ে যায়। অন্যদিকে বিধ্বস্ত বাসিন্দারা প্রিয়জনদের খবরের জন্য বাইরে ভিড় করতে শুরু করে।


