ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১০:৫২ এএম
পুড়ে যাওয়া বাস। ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ইসদাইর এলাকায়, ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পার্ক করা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বাস মালিক বুলু দাস জানান, বাসটিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মচারীদের ঢাকায় আনা-নেওয়া করা হতো। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও যাত্রী পরিবহন করা হয়।

তিনি বলেন, ‘রাতে বাসটি স্টেডিয়ামের সামনে পার্ক করা ছিল। ভোরে আগুন দেখার পর স্থানীয়রা তা নেভান। তবে ততক্ষণে বাসটির সিটসহ ভেতরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। লোহার বডি ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে গেছে। অন্যান্য রাতের মতোই বাসটি সেই জায়গায় রেখে চলে যান চালক। কারা আগুন দিয়েছে তা আমি জানি না।’

ফতুল্লা থানা পুলিশ ওসি আনোয়ার হোসেন বলেন, ‘কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করা হচ্ছে। গত রাতে আশপাশে কোনো মিছিল বা অস্বাভাবিক কার্যকলাপের খবর পাইনি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’