ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সন্ধ্যা–ভোরে কনকনে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা সর্বনিম্নে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১০:১৬ এএম
কুয়াশায় ঢেকে আছে তেঁতুলিয়ার গোটা এলাকা। ছবি - সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে শীতের আমেজ বেড়েছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়া বইছে, আর এতে শীত অনুভব আরও বাড়ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাতের দিকে এ অঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে। ভোরে সূর্য উঠতেই রোদের কারণে শীতের মাত্রা কিছুটা কমে যায়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর পরে হিমেল হাওয়া বইতে শুরু করে। এতে সন্ধ্যা থেকে বেড়ে যায় ঠান্ডা লাগার প্রবণতা।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। এর আগের দিন ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। হিমালয় ঘেঁষা অঞ্চলে তেঁতুলিয়ার অবস্থান হওয়ায় এখানকার শীত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগেই নামে এবং তাপমাত্রাও দ্রুত কমে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।