ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নারীর ঘুষি খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৫৭ এএম
শ্রীপুর থানা। ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মী মোটরসাইকেলে করে শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা নামক স্থানে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ও ব্যাগ নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারীর ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী আমার ব্যাগ ও স্বর্ণ-গয়না নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। ভেবেছি মরে তো যাবই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি।

ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে ১৫-১৬ হাজার টাকা ছিল। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করতে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।