ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সালমান-শাহরুখের নাচে মাতোয়ারা বিয়ের অতিথিরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১০:৫০ এএম
নেটদুনিয়ায় নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় দ্রুত। ছবি - সংগৃহীত

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান আবারও একসঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দিল্লির একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে দুজন একই মঞ্চে নাচে মেতে ওঠেন। মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বলিউডের ‘করণ-অর্জুন’ হিসেবে খ্যাত এই দুই তারকাকে একে অন্যকে আলিঙ্গন করতে ও উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায়।

অনুষ্ঠানে ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির জনপ্রিয় গান ‘ও জানে জান’ বাজানো হলে সালমানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকেন শাহরুখ। ভাইরাল ভিডিওতে দেখা যায়-শাহরুখ মূল নাচের স্টেপগুলো যথাযথভাবে মনে রেখে পারফর্ম করছেন, আর সালমানও সঙ্গ দিচ্ছেন স্বচ্ছন্দ ভঙ্গিতে। বিয়ের আসরে অতিথিরা দুই সুপারস্টারের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ হন।

তাদের উপস্থিতি ও নাচ দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভক্তরা দুই তারকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একসঙ্গে পারফর্ম করার মুহূর্তটিকে ‘বলিউডের গোল্ডেন মোমেন্ট’ বলে উল্লেখ করছেন।

শুধু একটি গানেই নয়, শাহরুখ ও সালমানকে বিয়ের আরও কিছু জনপ্রিয় হিট গানের সঙ্গে নাচতে দেখা গেছে। বর-কনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাদের। একই আসরে অভিনেত্রী জাহ্নবী কাপুরও নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

এদিকে কাজের দিক থেকে সালমান খান নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ অভিনয় করছেন, যা ২০২০ সালের ভারত–চীন সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। অপূর্ব লাখিয়ারীর পরিচালনায় ছবিটি লেহ-লাদাখে শুটিং চলছে এবং আগামী বছরের জুনে মুক্তি পাওয়ার কথা।

অন্যদিকে শাহরুখ খান প্রস্তুতি নিচ্ছেন তার আসন্ন ছবি ‘কিং’-এর জন্য। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সোহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জাইদীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।