কবে প্রেমে জড়িয়েছিলেন সালমান-ঐশ্বরিয়া, জানা গেল ঘটনা
জুলাই ৬, ২০২৫, ০৪:৩২ এএম
২৬ বছর কেটে পেরিয়েছে। সিনেমার দৃশ্যপট বদলেছে, সম্পর্কের সমীকরণও পাল্টেছে। কিন্তু সঞ্জয় লীলা ভানসালির সেই এক অপূর্ব সৃষ্টি ‘হম দিল দে চুকে সনম’-এর মোহ আজও টিকে আছে বলিউডপ্রেমীদের মনে। গল্পের গভীর প্রেম, সংগীত, চোখে চোখে কথা বলা আর এক বিষণ্ণ পরিণতি—সব মিলিয়ে ছবিটি রয়ে গেছে এক নস্ট্যালজিয়া হয়ে।
এই ছবির নায়িকা...