গুঞ্জন ছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এবারে আর ফিরবে না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা এসেছে ‘বিগ বস ১৯’-এর। সালমান খান ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় চমক। কিন্তু এবার এই নতুন সিজনের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান?
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৫ সপ্তাহের জন্য সালমান খান নিচ্ছেন ১২০ থেকে ১৫০ কোটি রুপি। অর্থাৎ প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৮ থেকে ১০ কোটি রুপি। যদিও এবার পুরো শো-র বাজেট পূর্বের তুলনায় কম।
এর আগে ‘বিগ বস ওটিটি ২’-এর জন্য সালমান নিয়েছিলেন ৯৬ কোটি রুপি। অন্যদিকে, মূল শো-এর ১৭তম ও ১৮তম সিজনের জন্য তাঁর পারিশ্রমিক ছিল যথাক্রমে ২০০ কোটি ও ২৫০ কোটি রুপি।
জানা গেছে, সিজনটি চলবে টানা ৫ মাস। এর মধ্যে প্রথম ৩ মাস সঞ্চালনায় থাকবেন সালমান খান। এরপর সঞ্চালনার দায়িত্ব নেবেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর।
যদিও এখনো প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, তবে গুঞ্জন চলছে কয়েকটি নাম নিয়ে। সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গৌতমী কাপুর, গৌরব তানেজা, মি. ফয়জু, ধনশ্রী ভার্মা, ধীরাজ ধোপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্বা মুখিজা, পুরভঝা, গৌরব খান্না ও মিকওভার খান।
নতুন সিজনে থাকছে আরও কিছু চমক। সূত্র বলছে, এবার থাকছে ‘সিক্রেট রুম’, মনোনয়ন প্রক্রিয়াতেও আসছে ভিন্নতা—এবার প্রতিযোগীরা নয়, বরং দর্শকরাই করবেন মনোনয়ন।
আপনার মতামত লিখুন :