প্রতি বছরই দর্শকদের চোখ ধাঁধানো চমক আর নতুন প্রতিযোগী নিয়ে হাজির হয় ‘বিগ বস’। কিন্তু এবার নাকি প্রস্তুত হচ্ছে এক অদ্ভুত ইতিহাস। বলিউডের ভাইজান সালমান খানের সঞ্চালনায় চলা এই শো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন, চলছে কানাঘুষা—কে আসছেন, কী হতে চলেছে এই মৌসুমে?

তারই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে, বলিউডের ভাইজান আর রেসলিং রিংয়ের কিংবদন্তি এবার এক ফ্রেমে! জানা যায়, জনপ্রিয় টিভি শো ‘বিগ বস ১৯’-এ ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হয়ে হাজির হতে পারেন আন্ডারটেকার। নভেম্বরের দিকেই নাকি হতে পারে তার এই প্রবেশ। এই খবরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।
আন্ডারটেকার, যার আসল নাম মার্ক উইলিয়াম ক্যালাওয়ে, ১৯৯০ সালে ডব্লিউডব্লিউই (তৎকালীন ডব্লিউডব্লিউএফ)-তে অভিষেক করেন। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৭ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং রেসেলম্যানিয়ায় টানা ২১ ম্যাচ জিতে এক অনন্য রেকর্ড গড়েন। ‘ডেডম্যান’, ‘দ্য ফিনাম’, ‘দ্য আমেরিকান ব্যাডাস’সহ নানা নামে তিনি তার ভক্তদের কাছে সুপরিচিত। ২০২০ সালের সারভাইভার সিরিজে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে 'সিক্স ফিট আন্ডার' নামে একটি পডকাস্ট পরিচালনা করেন।
প্রতি মৌসুমেই নতুন চমক দিয়ে বাজিমাত করে ‘বিগ বস’। তবে এবারের গুঞ্জন যেন রীতিমতো রেসলিং রিংয়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, ‘এই যদি হয় সত্যি, তবে এটাই হবে শো’য়ের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক এন্ট্রি।’

শো’য়ের নির্মাতাদের পক্ষ থেকে যদিও এখনো কিছুই নিশ্চিত করা হয়নি, তবু বলিউড পাড়ায় এখন এই নিয়েই গুঞ্জন তুঙ্গে। সালমান খানের সামনাসামনি ‘ফিনাম’-এর আগমন হলে ভারতীয় টেলিভিশনে তৈরি হতে পারে এক অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন