জীবন যুদ্ধে হেরে গেলেন ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে নজরুল ভাই অসুস্থ ছিলেন৷সর্বশেষ তার অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বহুমুখী প্রতিভার অধিকারী শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা।
খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু তার। পরে একক নির্মাতা হিসেবে নির্মাণ করেন- চাবুক (১৯৭৪), নদের চাঁদ (১৯৭৯), এতিম (১৯৮০), নাগিন, মাসুম (১৯৮১), ঈদ মোবারক (১৯৮২), আশা (১৯৮৩), পরিবর্তন (১৯৮৪), নতুন পৃথিবী, দিদার (১৯৮৭), সালমা (১৯৮৮), বউ শ্বাশুড়ী, কসম (১৯৮৯), বিধাতা, স্ত্রীর পাওনা (১৯৯১), চাঁদের আলো (১৯৯২), চাঁদের হাসি (১৯৯৩), চক্রান্ত (১৯৯৬), সিংহ পুরুষ (১৯৯৮), সব খতম (২০০৩), দমন (২০০৫), জোছনার প্রেম (২০০৬), মা বড় না বউ বড় (২০০৯)-সহ বহু সিনেমা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন