রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৮ এএম

আগাম শিম চাষে ঝুঁকছেন কৃষকেরা

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৮ এএম

আগাম শিম চাষে  ঝুঁকছেন কৃষকেরা

শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষকদের মধ্যে আগাম দেশি জাতের নলডুপ চ্যাপটা শিম চাষের আগ্রহ বেড়েছে। আগাম ফলন হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। ফলনও সন্তোষজনক হওয়ায় কৃষকেরা লাভের আশায় এই জাতের শিম চাষে ঝুঁকছেন।

সরেজমিন শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চারদিকে শিমের বাগান। কৃষকেরা শিমখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, সার ও কীটনাশকের দাম বেশি হলেও আগাম ফলন ওঠায় ভালো বাজারমূল্য পাওয়া যায়, ফলে খরচ মিটিয়ে লাভবান হওয়া সম্ভব।

মধ্য গড়জরিপা গ্রামের কৃষক সুরুজ আলী বলেন, ‘এ বছর ৩০ শতাংশ জমিতে আগাম নলডুপ চ্যাপটা শিম লাগিয়েছি। খরচ বাদে পুরো মৌসুমে দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হতে পারে। এখন প্রতি মণ শিমের দাম প্রায় ৬ হাজার টাকা, এই দামে বিক্রি করতে পারলে ভালো লাভ হবে।’

আরেক কৃষক রাজ্জাক বলেন, ‘ধান চাষে আগের মতো লাভ নেই। তাই স্বল্পমেয়াদি সবজি হিসেবে শিম চাষ এখন খুবই লাভজনক।’

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ বলেন, ‘২০২৫ সালে উপজেলায় প্রায় ৭০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত পরামর্শ আমরা নিয়মিত দিচ্ছি। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর শিমের ফলন ভালো হবে বলে আশা করছি।’ শিম চাষে লাভ বাড়ায় এ অঞ্চলের কৃষকেরা ধানসহ অন্যান্য ফসলের বিকল্প হিসেবে শিম উৎপাদনে আরও বেশি আগ্রহী হচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!