শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:৪৪ পিএম

নতুন দুঃসংবাদে সালমান খানের পরিবারে শোকের ছায়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:৪৪ পিএম

দেহরক্ষী শেরার সঙ্গে বলিউড তারকা সালমান খান।  ছবি - সংগৃহীত

দেহরক্ষী শেরার সঙ্গে বলিউড তারকা সালমান খান। ছবি - সংগৃহীত

বলিউড তারকারা যেমন আলোয় ভাসেন, তেমনই আবার অনেক সময় তাঁদের জীবনে নেমে আসে শোকের কালো ছায়া। ঠিক যেমনটা ঘটেছে সালমান খানের পরিবারের এক ঘনিষ্ঠ সদস্যের সঙ্গে।

তিন দশকেরও বেশি সময় ধরে সালমান খানের পাশে ছায়ার মতো থেকেছেন গুরমিত সিংহ জলি ওরফে শেরা। শুধু দেহরক্ষী নন, সালমানের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছেন তিনি। বন্ধুত্ব, আস্থার অনুপম এক উদাহরণ এ দুই মানুষ। সেই শেরার পরিবারেই এখন শোকের ছায়া।

শেরার সঙ্গে সালমান।  ছবি - সংগৃহীত

গতকাল (৭ আগস্ট) ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেরার বাবা সুন্দর সিংহ জলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

বাবার চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শেরা। আর এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন সালমান খান।

বাবা সুন্দর সিংহ জলির সঙ্গে শেরা।  ছবি - সংগৃহীত

শেরার তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাবার মৃত্যুর কথা জানানো হয়েছে। বাবার চিকিৎসার পুরো খরচই নাকি চুপিচুপি বহন করেছেন ভাইজান। 

এমনকি অন্ত্যেষ্টিক্রিয়া নিয়েও সালমান রেখেছেন ব্যক্তিগতভাবে নজর। ঘনিষ্ঠ সূত্র বলছে, শেষকৃত্যের সময় শেরার হাত শক্ত করে ধরে পাশে ছিলেন সালমান।

বলিউডে কান পাতলেই শোনা যায়, ‘ভাইজান যার বন্ধু, সেই ভাগ্যবান’। জীবনে বিতর্ক যেমনই থাকুক, একবার কাউকে আপন মনে করলে তাকে ছেড়ে যান না সালমান। 

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে শেরা। ছবি - সংগৃহীত

শেরাও সেই সৌভাগ্যবানদের একজন, যিনি শুধু দেহরক্ষী নয়, সালমানের ‘পরিবারের অংশ’ হয়ে উঠেছেন।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা (বামে) ও জ্যাক্যুলিন ফার্নান্দেজের (ডানে) সঙ্গে শেরা। ছবি - সংগৃহীত 

শুধু সম্পর্ক নয়, দায়িত্বেও শেরা অনন্য। ‘টাইগার সিকিউরিটি’ নামে নিজের প্রতিষ্ঠিত সংস্থা থেকে বহু তারকার নিরাপত্তা নিশ্চিত করেন তিনি। 

কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশন - বলিউডের প্রথম সারির তারকারাও শেরার নিরাপত্তা চক্রে থাকেন।

সালমান ও শেরা।  ছবি - সংগৃহীত

এই শেরার জীবনেই এখন এক অপূরণীয় শূন্যতা। কিন্তু সৌভাগ্য যে, ঠিক সেই সময় তার পাশে রয়েছেন তার ‘ভাইজান’ সালমান খান।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!