মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১০:২৬ এএম

অস্কার পেলেন টম ক্রুজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১০:২৬ এএম

অস্কার হাতে হলিউড সুপারস্টার টম ক্রুজ। ছবি - সংগৃহীত

অস্কার হাতে হলিউড সুপারস্টার টম ক্রুজ। ছবি - সংগৃহীত

বহু প্রতীক্ষার পর অবশেষে সম্মানসূচক অস্কার হাতে তুলে নিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। রোববার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার হলিউডের রে ডলবি বলরুমে অনুষ্ঠিত অ্যাকাডেমির ১৬তম গভর্নর্স অ্যাওয়ার্ডসে তার হাতে পুরস্কার তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৩ বছর বয়সি এই অভিনেতা। তিনি বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সংস্কৃতি বোঝা শেখায়, আবার আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি- এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’

নিজের শৈশবের কথা স্মরণ করেও তিনি জানান, সিনেমা হলের প্রজেক্টরের আলোই তার কল্পনাকে উন্মুক্ত করেছিল।

টম ক্রুজ এতদিন চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন- ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘টপ গান : ম্যাভেরিক’-এর জন্য সেরা প্রযোজক হিসেবে। সম্মানসূচক এই অস্কার তার ক্যারিয়ারকে নিয়ে গেছে কিংবদন্তিদের কাতারে।

এদিন আরও সম্মাননা পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং মানবিক অবদানের জন্য সংগীত তারকা ডলি পার্টন। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও পার্টনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করা হয়।

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন জেনিফার লরেন্স, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোন, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনিসহ অসংখ্য হলিউড তারকা। অস্কারের আগের অন্যতম গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির মর্যাদা প্রতি বছরই বেড়ে চলেছে।

উল্লেখ্য, টম ক্রুজ বর্তমানে আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের অক্টোবর মাসে।

Link copied!