মহাকাশে বিয়ের পরিকল্পনা, ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম
                          অক্টোবর ১৭, ২০২৫,  ০৮:১৮ পিএম
                          হলিউডে একসময় মহাকাশে বিয়ে করার গুঞ্জন নিয়ে সরগরম ছিল, কিন্তু টম ক্রুজ ও আনা ডে আরমাসের ‘স্পেস ওয়েডিং’ বাস্তব রূপ পাওয়ার আগেই সম্পর্কের কক্ষপথ থেকে ছিটকে পড়েছেন তারা।
ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, নয় মাসের প্রেমের সম্পর্কের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, টম ও আনা একসঙ্গে দারুণ...