শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:২৬ এএম

টম ক্রুজ ফিরিয়ে দিলেন ট্রাম্পের আমন্ত্রণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:২৬ এএম

অভিনেতা টম ক্রুজ  ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প    ছবি- সংগৃহীত

অভিনেতা টম ক্রুজ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি- সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্পের আমন্ত্রণে সম্মান গ্রহণের বিষয়টি ‘সম্ভব ছিল না’ বলে জানিয়েছেন ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এই তারকা।

ওয়াশিংটন পোস্ট–এর বরাতে জানা গেছে, ক্রুজের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। তাই তিনি সম্মাননা গ্রহণের প্রস্তাবটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।

এ বছর ট্রাম্প নিজেই ব্যক্তিগতভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং সম্মানপ্রাপ্তদের নির্বাচনের প্রক্রিয়াতেও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

টম ক্রুজ ছাড়াও এবার কেনেডি সেন্টার সম্মাননার তালিকায় রয়েছেন- গায়িকা গ্লোরিয়া গেনর (‘আই উইল সারভাইভ’ খ্যাত), ব্যান্ড কিস, অপেরা শিল্পী মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েট।

ট্রাম্প সংবাদ সম্মেলনে রসিকতার ছলে বলেন, ‘আমি কখনো এই সম্মাননা পাইনি। তাই এবার বলেছি, আমি নিজেই চেয়ারম্যান হবো এবং নিজেকেই একটি সম্মাননা দেব। পরের বছর ট্রাম্পকেও সম্মান জানানো হবে, ঠিক আছে?’

টম ক্রুজ যদিও ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না, তবে তিনি চলতি বছর ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত গভর্নরস অ্যাওয়ার্ডস-এ সম্মানসূচক অস্কার পেতে চলেছেন।

প্রসঙ্গত, অতীতের মতো এবারের কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠানটি সিবিএস টেলিভিশনে সম্প্রচার করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

Link copied!