বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১২ পিএম

বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নয়নে জাবিতে কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে ‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের শিক্ষক ও দপ্তরপ্রধানরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। এই ক্ষেত্রে প্রশাসন, ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষক প্রোফাইল নিয়মিত হালনাগাদ করা, গবেষণাকে কেন্দ্র করে উদ্যোগ বৃদ্ধি ও সঠিক একাডেমিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, “শিক্ষকরা নৈতিকভাবে সঠিক হলে প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। তাঁরা দুটি আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠানের মানদণ্ড, গবেষণা প্রকাশনার গুরুত্ব, উদ্ধৃতির সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিস্তার নিয়ে বক্তব্য দেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ, আইআইটির অধ্যাপক ড. এম শামীম কায়সার এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বোরহান উদ্দিন। বক্তারা টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র‌্যাঙ্কিংয়ের মূল্যায়ন কাঠামো, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, গবেষণা আউটপুট বৃদ্ধির কৌশল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব-ভিত্তিক তথ্যব্যবস্থার উন্নয়ন প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শাখার সমন্বয়ে মান নিশ্চয়ন কার্যক্রম এগিয়ে গেলে কাঙ্ক্ষিত ফল আসবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ। অংশগ্রহণকারীরা র‌্যাঙ্কিং প্রক্রিয়ার কাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামো শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা ও আন্তর্জাতিক মানদণ্ডে সক্ষমতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Link copied!