বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:০৩ পিএম

বিশ্নোইরা কেন সালমান খানকে হত্যা করতে চায়?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:০৩ পিএম

বিশ্নোইরা কেন সালমান খানকে হত্যা করতে চায়?

ছবি: সংগৃহীত

গত বছর থেকে বিভিন্ন সময়ে বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই। আদালতের সামনে সংবাদমাধ্যমকে সরাসরি এই বয়ান দিয়েছিল লরেন্স।

লরেন্স বলেছিল, ‘আমরা যা করি, জানিয়েই করি। জোধপুরেই খুন করব সালমান খানকে। এখনও তো কিছুই করিনি।’

সম্প্রতি সালমান খান এক সাক্ষাৎকারে জানান, সর্বদা এমন কড়া নিরাপত্তার মধ্যে থাকাটা খুব সহজ কাজ নয়। খুব অসুবিধা হয়। যদিও নিজের আয়ু নিয়ে খুব বেশি ভাবি না।

সালমান খান স্বীকার করে বলেন, আমাদের আয়ু রয়েছে আল্লাহর হাতে। যতটা আয়ু তিনি দিয়েছেন ততটাই বাঁচবো। কখনও কখনও অসুবিধা হয় এত মানুষকে নিয়ে চলাফেরা করতে।

১৯৯৮ সালের অক্টোবরে ছবির শুটিং করতে রাজস্থান গিয়েছিলেন অভিনেতা সালমান খান।

সে সময় জোধপুরের কোঙ্কনি নামক এক গ্রাম থেকে দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন তিনি। আর এটাই তার বিরুদ্ধে অভিযোগ।

জানা যায়, সে সময় তিনটি চিঙ্কারাও শিকার করেছিলেন এই অভিনেতা। সে সময় মোট চারটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। দীর্ঘ সময় মামলা লড়ার পর নির্দোষ প্রমাণিত হন তিনি।

তবে তখন থেকেই সালমানের ওপর ক্ষোভ বিশ্নোই গোষ্ঠীর। তখন থেকেই এই অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে আসছে এই গুষ্ঠি। সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিল বিশ্নোইরা। কিন্তু সালমান সে প্রস্তাবে রাজি হননি। ফলে বিশ্নোইদের ক্ষোভ বেড়েই চলেছে।

আরবি/জেডি

Link copied!