বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৮:২৫ পিএম

কোথায় আছে বাজরাঙ্গি ভাইজানের মুন্নি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৮:২৫ পিএম

বাজরাঙ্গি ভাইজান ছবিতে সালমান খানের সঙ্গে হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

বাজরাঙ্গি ভাইজান ছবিতে সালমান খানের সঙ্গে হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

প্রথমবারের মতো তার মুখে ‘মামা’ ডাক শুনে অঝোরে কাঁদেননি এমন দর্শক হয়তো আলো জ্বেলেও খুঁজে পাওয়া যাবে না। বলছি পবনের ভাগনি মুন্নি অর্থাৎ সালমান খানের বাজরাঙ্গি ভাইজান ছবির ছোট্ট তারকা হর্ষালি মালহোত্রার কথা। সেই খুদে অভিনেত্রী হর্ষালি মালহোত্রা এখন যথেষ্ট বড় হয়েছেন। ১৭ বছরের এই কিশোরী অভিনয় থেকে খানিক দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা একটুও কমেনি, বরং দিনকে দিন বেড়েই চলেছে।

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

 

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র সফরে আছেন। জর্জিয়া থেকে গতকাল তার ইন্সটা একাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন হর্ষালি। ছবির ক্যাপশন ছিল ‘পিঙ্ক’ আর তার সাথে মিল রেখেই ছবিতে যেন গোলাপি রঙের ছড়াছড়ি। গোলাপি ক্রপটপ পরে গোলাপি একটি ফুলের গাছকে ব্যাকগ্রাউন্ডে রেখে অত্যন্ত দৃষ্টিনন্দন কিছু ছবি শেয়ার করে মুগ্ধ নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই কিশোরী অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার।

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

সম্প্রতি স্কুলের পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে আবারও সকলকে চমকে দেন হর্ষালি। মুম্বাইয়ের সেভেন স্কয়ার একাডেমির ছাত্রী হর্ষালি ১০ম শ্রেণির CBSE পরীক্ষায় পান ৮৩ শতাংশ নম্বর। তার এই সাফল্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ গর্ব করেই জানিয়েছেন তিনি।

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

যারা পড়াশোনায় তার ব্যস্ততা নিয়ে ট্রল করত তাদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে হর্ষালি লেখেন, ‘পড়াশোনা আর নাচ দুটোই পারা যায়, প্রমাণ করলাম আমি।’

নাচের প্র্যাক্টিসের জন্য ঘুঙুর পরছেন অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

শুধু পড়াশোনা নয়, হর্ষালি নিয়মিত কত্থক নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। তার ইনস্টাগ্রাম ঘুরলে দেখা যায়, নাচের বেশ কিছু ভিডিও শেয়ার করেন তিনি। সপ্তাহের পাঁচদিন স্কুল আর উইকেন্ড মানেই নাচের মঞ্চ—এভাবেই সময়টা ভাগ করে নিয়েছেন হর্ষালি। ইদানীং মাঝেমধ্যে বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

অভিনয়ে ফেরা নিয়ে হর্ষালি জানান, এখনই সব কাজ করবেন না। সময় বুঝে, বুঝেশুনে কাজ করতে চান।

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

বাজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েল নিয়ে যখন বলিউডে গুঞ্জন, তখন হর্ষালির একটাই ইচ্ছা—‘বাজরাঙ্গি ভাইজান ২’-এ যদি আবার মুন্নি হয়ে পর্দায় ফিরতে পারেন, সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় উপহার। এক সাক্ষাৎকারে হর্ষালি বলেন, ‘সালমান যদি ডাকেন, আমি এক পায়ে হাজির।’

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

শোনা যাচ্ছে, বাজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েলের পরিকল্পনা চলছে। যদিও মুন্নি চরিত্রে আবার হর্ষালিকে দেখা যাবে কি না, সেই সিদ্ধান্ত এখনো নির্মাতারা নেননি। তবে অনুরাগীরা কিন্তু অপেক্ষায়—যদি আবার দেখা মেলে সেই ছোট্ট মুন্নির, এইবার বড় হয়ে।

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

হর্ষালির শুরুটা ছিল ঝড়ের মতো। মাত্র ছয়-সাত বছর বয়সে বাজরাঙ্গি ভাইজানে মুন্নির চরিত্রে অডিশন দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। পাঁচ হাজার মেয়ের মধ্য থেকে নির্বাচিত হয়েছিলেন হর্ষালি। 

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

সিনেমার পর ভূষিত হন ‘ভারত রত্ন ড. আম্বেদকর’ পুরস্কারে। অভিনয়ের পাশাপাশি কাজ করেন ‘কবুল হ্যায়’, ‘লট আও ত্রিশা’, ‘যোধা আকবর’-এর মতো সিরিয়ালেও। 

অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ছবি - সংগৃহীত

বর্তমানে হর্ষালি পড়াশোনা, নাচ আর ভবিষ্যতে বড় কোনো চরিত্রের অপেক্ষায় আছেন। স্কুল, মঞ্চ আর ক্যামেরার মাঝেই দারুণভাবে নিজেকে সামলে নিচ্ছেন বাজরাঙ্গি ভাইজানের সেই মুন্নি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!